বিরহ যাতনা প্রাণে আর সহেনা কোন বনে লুকালে
বন্ধু হায় হায় রে।
কোকিলা কুহর ভ্রমর গুঞ্জরে পরাণ বিদরে
বন্ধু হায় হায় রে।।
দিয়ে প্রেম জ্বালা পরাণ বধিল কেমনে বাঁচিব
বন্ধু হায় হায় রে।।
আগে না জানিয়া প্রেমেতে মজিয়া কাঁন্দিয়া জনম গেল
হায় হায় রে।।
নানা আশা দিয়া কি দোষ পাইয়া ছাড়িয়া গিয়াছ
বন্ধু হায় হায় রে।।
বন্ধুয়া আসিবে বিরহ নাশিবে হাসিবে মধুর হাসি
হায় হায় রে।।
বন্ধুয়া আসিবে বিরহ নাশিবে হাসিবে মধুর হাসি
হায় হায় রে।।
মুখে মুখ দিয়া অধর সুধা পিয়া জুরাব তাপিত হিয়া
হায় হায় রে।।
বিরহ আগুন অতি নিদারুণ সর্বাঙ্গ জ্বলিয়া যায়
হায় হায় রে।।
রমেশ বলে স্পষ্ট বিচ্ছেদে প্রেম বলিষ্ঠ কষ্ট বিনে মিষ্ট
কে পায় হায় হায় রে।।