বাজিল বাজিল বাজিলরে

বাজিল বাজিল বাজিলরে, সংসারে আনন্দ ধ্বনি বাজিলরে।। ২৭শে আশ্বিন ছিল নূরের আলো দেখা দিল, চারি জাহান নূরে রওশন হইলরে।। রসূলুল্লাহ্ বিনে আর জন্ম উৎসব আছে কার, বাবাধনে রসূলের শান দেখাইলরে।। দেখাইয়া নানান শান হরিল মানবের প্রাণ, স্থানে স্থানে প্রেমের বাজার বসাইলরে।। মারহাবা মারহাবা বলে, নাচে সবে বাহু তুলে, খাতেমুল আউলিয়া জাহির হইলরে।। দেখবি গেলে আজব […]

বাজিল বাজিল বাজিলরে,
সংসারে আনন্দ ধ্বনি বাজিলরে।।

২৭শে আশ্বিন ছিল নূরের আলো দেখা দিল,
চারি জাহান নূরে রওশন হইলরে।।

রসূলুল্লাহ্ বিনে আর জন্ম উৎসব আছে কার,
বাবাধনে রসূলের শান দেখাইলরে।।

দেখাইয়া নানান শান হরিল মানবের প্রাণ,
স্থানে স্থানে প্রেমের বাজার বসাইলরে।।

মারহাবা মারহাবা বলে, নাচে সবে বাহু তুলে,
খাতেমুল আউলিয়া জাহির হইলরে।।

দেখবি গেলে আজব শান এস্কবাজির ঘোর তুফান,
মাইজভাণ্ডার হাশরের ময়দান হইলরে।।

লেখক : আবদুল লতিফ শাহ চন্দনাইশী

error:

বাজিল বাজিল বাজিলরে