বহুত্বরে ভাব বহুতর
এক বুঝিয়ে একের ঘরে বসত কর।
ওরে একের রাজা প্রাণ মহাশয় তার আশ্রিত চরাচর।।
প্রাণে প্রাণে জগত জোড়া তার,
এক তারে জগতের খেলা মর্ম বুঝ তার,
তার সন্ধান পেলে ভূমণ্ডলে ভেদ রবেনা আপন পর।।
একের সৃষ্টি এ বিশ্ব সংসার,
এক হতে অনন্ত হল দুই আছে কৈ আর,
খুন ফয়খুন খোদার, এই শব্দটি বিচার কর।।
মাইজভাণ্ডারী বাবা মাওলা ধন,
তারে যদি চিনিতে পার চিনিবে নিরঞ্জন।
(রমেশ কয়) ছেরাতুল মোস্তকিম পরে হতে পারবি অগ্রসর।।