বল সখিরে কেমনে রাখিব এ জীবন

বল সখিরে কেমনে রাখিব এ জীবন, বিরহের অনলে হিয়া দহে সর্বক্ষণ। বুকে হানি প্রেম শেল, প্রাণ মোর বিসর্জিল, কলিজা বিদরি মোর যায় এ জীবন। না হেরিয়ে প্রাণের হরি, একা শয্যায় গড়াগড়ি, কান্ত বিনে শান্ত নহে বিরহের দহন। সখিরে তোর পায়ে ধরি, আনি দেও মোর প্রাণের হরি, নহে প্রাণ ত্যাজি হাদী মরিব এখন। লেখক: আবদুল হাদী […]

বল সখিরে কেমনে রাখিব এ জীবন,
বিরহের অনলে হিয়া দহে সর্বক্ষণ।

বুকে হানি প্রেম শেল, প্রাণ মোর বিসর্জিল,
কলিজা বিদরি মোর যায় এ জীবন।

না হেরিয়ে প্রাণের হরি, একা শয্যায় গড়াগড়ি,
কান্ত বিনে শান্ত নহে বিরহের দহন।

সখিরে তোর পায়ে ধরি, আনি দেও মোর প্রাণের হরি,
নহে প্রাণ ত্যাজি হাদী মরিব এখন।

লেখক: আবদুল হাদী কাঞ্চনপুরী

error:

বল সখিরে কেমনে রাখিব এ জীবন