বন্ধুগণ মুক্তি পথে জিকির এবাদত।
হুরে নূরে মানব কুলে জিকির মস্ত নেয়ামত।
জিকিরে নেজাত মিলে বেজিকিরে মুর্দা কয়,
জিকির বিনে কোন দিনে ফকিরিত হাছেল নয়,
ছালেকি মজজুবগণে পুয়ে জিকিরের সরবত।
পীর পয়গম্বর আউলিয়া হয়ে গেল কত জন,
জিকিরে পেয়েছে দিদার জিকির সাধনের ধন,
জিকিরে হয় বাঞ্চাপূরণ জিকিরে পায় কেরামত।
মুর্শিদের এক্তেদা রাখি সর্বদা চলিও ভাই,
খেতে শুইতে চলতে ফিরতে দমে দমে জিকির চাই,
মাওলার এস্কে বিকিয়ে যাও ঠিক রেখ আপন নিয়ত।
জিকির গুণে ফকিরি পায় জিকির সাধনা সার,
ফজকুরিনি আজকুরূকুম ফরমায়াছে পরোয়ার,
রমেশ বলে জিকির ফলে রোশনী মিলে কবরত।