বন্ধুগণ এবে বুঝ দমের আলামত।
দমের ঘরে নিত্য ফিরে দমে কর এবাদত।।
সর্বাঙ্গ হইতে দম-শ্বাসের যোগে বাহির হয়,
বার আঙ্গুল বাহিরে গেলে প্রশ্বাসে টানিয়া লয়।
বাহির হইতে না ফিরিলে সেই দিনেতে কেয়ামত।।
এস্কের তৈলে দমের কলটি নিত্য রাখ পরিষ্কার,
আমার বাবা মাইজভাণ্ডারী দম কলের ইঞ্জিনিয়ার।
কত ভাঙ্গে কত গড়ে, কত করে মেরামত।।
ভোজন আঠারো আঙ্গুল ছাব্বিশ আঙ্গুল গমনে,
নিদ্রাতে বাষট্টি আঙ্গুল, চৌরাশি আঙ্গুল রমনে।
একুশ হাজার ছয়শ বারে দিবা-রাত্র গতাগত।।
নয় দরজা বন্ধ করি থাক যদি কতক্ষণ,
দম কশিতে কলবেতে হাশিল হবে মাওলা ধন।
রমেশ বলে এই কৌশলে সুখে থাকবি কবরত।।