প্রেমের ডাক প্রেমের বাঁশরী

প্রেমের ডাক প্রেমের বাঁশরী বাজাল বন্ধু যায়, (তোরা) কে কে মাইজভাণ্ডারে যাবি আয়। বাজাল বাঁশরী, পঞ্চমে ফুঁকারী, বিরহেরি প্রাণ কি আর ঘরে রাখা যায়। সদায় আকুল, মজায় দু’কূল; প্রেম ঠারে যার পানে আড় চক্ষে চায়। মিলন মন্দিরে, ভাণ্ডারীর কুটিরে; প্রেমিকেরা করিমের সঙ্গে চলি আয়। লেখক : বজলুল করিম মন্দাকিনী

প্রেমের ডাক প্রেমের বাঁশরী বাজাল বন্ধু যায়,
(তোরা) কে কে মাইজভাণ্ডারে যাবি আয়।

বাজাল বাঁশরী, পঞ্চমে ফুঁকারী,
বিরহেরি প্রাণ কি আর ঘরে রাখা যায়।

সদায় আকুল, মজায় দু’কূল;
প্রেম ঠারে যার পানে আড় চক্ষে চায়।

মিলন মন্দিরে, ভাণ্ডারীর কুটিরে;
প্রেমিকেরা করিমের সঙ্গে চলি আয়।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

error:

প্রেমের ডাক প্রেমের বাঁশরী