প্রিয়ার কুদ্রতী খেলা, প্রিয়ার কুদ্রতী খেলা।
গুপ্ত ব্যক্ত দুই মতে করিলা লীলা।।
বর্ণিব কি তব গুণ, মহিমায়ে নাই ঊন।
আপে এক থেকে কত ভিন্ন বুঝাইলা।।
আপ রূপ প্রকাশিয়ে, সে রূপেতে পলাইয়ে।
আপ্ত অন্বেষণে আমা কত ভ্রমাইলা।।
হৈ আপে হৃদমণি, কোথা পালাইলা ধনি।
নেত্রমণি হৈ কিসে দেখা না দিলা।।
সর্ব কর্ম আপে কৈরে, মকবুলের নাম ধৈরে।
মাওলানা কলঙ্ক হার কেনে পরিলা।।