প্রাণ নাথরে পেলামনা তোমারি দরশন

প্রাণ নাথরে, পেলামনা তোমারি দরশন। দরশন বিহন মন, সর্বক্ষণ উচাটন।। তোমারি দরশন আশে, ভ্রমি আমি নানা দেশে। পর্বত কানন দৌঁড়ি, বন কিংবা বৃন্দাবন।। কুম্ভাকার চক্র যেন, দিবা-নিশি মত্ত মন। চতুর্দিকে ঘুরে আমি, তোমায় করি অন্বেষণ।। হীনদাস করিমেরে, চাওনা কেন সমাদরে। অদর্শনে দুঃখ মনে, ফিরাও কেনে বনে বন।। লেখক : বজলুল করিম মন্দাকিনী

প্রাণ নাথরে, পেলামনা তোমারি দরশন।
দরশন বিহন মন, সর্বক্ষণ উচাটন।।

তোমারি দরশন আশে, ভ্রমি আমি নানা দেশে।
পর্বত কানন দৌঁড়ি, বন কিংবা বৃন্দাবন।।

কুম্ভাকার চক্র যেন, দিবা-নিশি মত্ত মন।
চতুর্দিকে ঘুরে আমি, তোমায় করি অন্বেষণ।।

হীনদাস করিমেরে, চাওনা কেন সমাদরে।
অদর্শনে দুঃখ মনে, ফিরাও কেনে বনে বন।।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

error:

প্রাণ নাথরে পেলামনা তোমারি দরশন