পথে ঘাটে লোকের ডর,
কোন সন্ধানে লইব আমার শ্যাম বন্ধুর খবর।
পাখি হইতাম উড়ি যাইতাম, বুঝিতাম দোস্তের আদর।।
আমার স্বামী গরম বেশ,
আচুরিতে না পারিলাম চিকন মাথার কেশ।
রসিক হইতাম, রং বুঝিত, পিন্দাইত লাল কাপড়।।
আমার সরল অন্তর,
হাসাই মাতাই চাইলাম দোস্ত না করে আদর।
ওঝা হইতাম ঝারি চাইতাম, ছারাইতাম কাল আছর।।
হীন খাইরুজ্জামা কয়,
গনাই চাইলাম পড়াই চাইলাম রাইশের দোষ নয়।
জন্ম দোষে কর্ম রোষে চিতার কুলুত বাদি ঘর।।