ধরনা ধরনা সখি বন্ধু বিনে প্রাণ ত্যাজিব,
প্রেম তাড়না সহিতে নারি যমুনাতে ঝম্প দিব।
আশা দিয়ে অবলারে, সে কেনে ভাড়াইল মোরে,
দুঃখী মনে আর বুঝ না ধরে মোর গলে কাঁটারী দিব।
যার ভাবে কুলমান গেল ইষ্ট মিত্র বৈরী হইল,
কপালে মোর এই ছিল তাঁর বিচ্ছেদে প্রাণ ত্যাজিব।
কামিনী কুলিনী ছিলাম, যাঁর ভাবে যোগীনি হৈলাম,
যৌবন দিয়ে না পাইলাম বুকে শেল হানিয়া দিব।
হীন দাস হাদী বলে, কান্ত ভাবে প্রাণ ত্যাজিলে,
মাওলাজী হিসাব কালে তোর প্রেমের জয়ধ্বনি দিব।