দেখলেম এক পাগলের খেলা।
যত সব পাগলের বংশ ওই পাগলের চেলা।।
যে যার পাগলের ধারে
সেও পাগল হয়ে পরে,
পাগলের নয়ন ঠারে প্রাণ করে উথলা।
কার সাধ্য বুঝিতে পারে সে পাগলের লীলা।।
তার একটুখানি দৃষ্টি হলে দূর হয়ে যায় ভবের জ্বালা।
পাগলের বাজারে গেলে মুক্তি ধন মাণীক মিলে,
ব্রহ্মাণ্ড হয় করতলে খেলে প্রেমের খেলা।।
সদানন্দ বসে ডুবে থাকে সারা বেলা।
তার বাহির দরজায় চাবি বদ্ধ ভিতর দরজায় নিত্য খোলা।।
যে করে পাগলের সঙ্গ তার সঙ্গ পেলে জীবন হয় উথলা।
মাঘের দশ আশ্বিনের সাতাশ বাইশে চৈত্র দুই মেলা।
হলাম সঙ্গ শূন্য ঘোর জঘন্য রমেশের চক্ষে পৈল মায়ার ঠোলা।।