তোরা কে কে যাবি আয়

তোরা কে কে যাবি আয়,প্রেমের বাজার বসাইয়াছেন দয়াল মাওলানায়।। যে গিয়াছে সেই বাজারে, আসিতে আর চায় না ফিরে,নূর তজল্লীর ঝিলমিলানী সদায় দেখা যায়।। সকল শাস্ত্রে আছে জানা, প্রেম বাজারের নাই তুলনা,বিনামূল্যে অমূল্য ধন সেই বাজারে পায়।। ভাণ্ডারীর এমন শান, দিবা রাত্র এক সমান।নূর মহলে নূরের বাতি জ্বলে সর্বদায়।। গাউস ধনের চরণ তলে, প্রেমের বাজার সদায় […]

তোরা কে কে যাবি আয়,
প্রেমের বাজার বসাইয়াছেন দয়াল মাওলানায়।।

যে গিয়াছে সেই বাজারে, আসিতে আর চায় না ফিরে,
নূর তজল্লীর ঝিলমিলানী সদায় দেখা যায়।।

সকল শাস্ত্রে আছে জানা, প্রেম বাজারের নাই তুলনা,
বিনামূল্যে অমূল্য ধন সেই বাজারে পায়।।

ভাণ্ডারীর এমন শান, দিবা রাত্র এক সমান।
নূর মহলে নূরের বাতি জ্বলে সর্বদায়।।

গাউস ধনের চরণ তলে, প্রেমের বাজার সদায় মিলে।
রসূলাল্লার গুপ্ত ভেদ ভাণ্ডারী বিলায়।।

কুতুব আবদাল গণে, প্রাণ দিতে চায় সে চরণে,
নেচে নেচে প্রেম বাগানে প্রেম খেলা খেলায়।।

হজরত মাওলানা রুমি, ছিলেন জগতের স্বামী।
কোরান কিতাব জ্বালাইয়া প্রেম বাজারে যায়।।

লতিফে কয় এস্কবাজী, জানে না শরার কাজী।
প্রেম খেলাতে খোদা রাজি রসূলে ফরমায়।।

লেখক : আবদুল লতিফ শাহ চন্দনাইশী

তোরা কে কে যাবি আয়