তোমারি রহমত কি শান

তোমারি রহমত কি শানরে হামারে মাওলা, তোমহারি রহমত কি শান। (তেরি) রহমত কি নিশানী, কুদরত কি কাহানী, আরশ কুরছি জমিন আছমান রে। তুই মাওলা ভাণ্ডারী, (তেরি) রহমত কা ভিখারী, জিন্নো ইনসো হুরো গেলমান রে। তুই মাওলা রছিলা, রঙ্গেরী রঙ্গিলা, হুর ফেরেস্তা তোমারি মস্তান রে। (তেরি) দরশন কি ধ্যান মে, বুলবুঁল বাগান মে; গায় ছদা তেরে […]

তোমারি রহমত কি শানরে হামারে মাওলা,
তোমহারি রহমত কি শান।
(তেরি) রহমত কি নিশানী, কুদরত কি কাহানী,
আরশ কুরছি জমিন আছমান রে।

তুই মাওলা ভাণ্ডারী, (তেরি) রহমত কা ভিখারী,
জিন্নো ইনসো হুরো গেলমান রে।

তুই মাওলা রছিলা, রঙ্গেরী রঙ্গিলা,
হুর ফেরেস্তা তোমারি মস্তান রে।

(তেরি) দরশন কি ধ্যান মে, বুলবুঁল বাগান মে;
গায় ছদা তেরে গুণগান রে।

(মেরে) জিওন মরণ মে, রাখনা চরণ মে;
তু মেরে জিওন কি নেগাহবান রে।

কবর কি ছনছান মে, হাসর কি ময়দান মে,
তেরে হাতুঁ করিম কি জান রে।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

error:

তোমারি রহমত কি শান