তুমি বিপদ ভঞ্জন হৃদয় রঞ্জন নিত্য নিরঞ্জন ভাণ্ডারী।
তব পদ তরীতে উঠাওতে ত্বরিতে তরিতে বাসনা আমারি।।
এই ভব সংসার সকলি অসার
প্রশংসার কিছুনা হেরি।
দারা সুত পরিবার
চায় খাবার পরিবার
তোমায় সাধন করিবার কৈ পারি।।
দিন গেল বিফলে তোমা হতে গাফেলে
পলে পলে কুফলে ঘুরিয়ে মরি।
তুমি বিনে অধীনে, পুলছেরাতের সেই দিনে,
পার করিতে এই দীনে বন্ধু কৈ হেরি।।
বড় ভয় মরণে রাখ দাসে শেষের দিনে
স্মরণে যেন ভুলে না পরি।
এয়া রব্বিল আলামিন এ জমানার আমিন
আমিন আমিন রমেশ ফুকারী।।