তাপীমন প্রিয়ার কাছে প্রেম তাড়নায় আর কেঁদনা,
প্রেম শাস্ত্রে নিষেধ আছে নয়ন জল আর ভাসাইওনা।
চরণ সেবা শ্রদ্ধা হলে থাকিও ধৈর্য্যতা বলে,
প্রিয়ার চরণ দেখিবারে নয়ন তুলে তাকাইওনা।
প্রেম দোষে দোষী পাইলে, প্রেম কাটারী দিব গলে,
প্রেম ঘাটে বলি দিতে হস্ত পদ হেলাইওনা।
রক্ত নদী বহি গেলে প্রিয়ার দামান তলে,
সাবধানে কাটা শীরে রক্ত কভু ছিটিওনা।
কোরান শরীফ ভীত আছে হেন প্রেম রীত,
হজরত ইসমাইল নবীর কোরবানী মন ভুলিওনা।
প্রেম শাস্ত্র খেলা নয়, সাবধানে প্রাণ দিতে হয়,
ইমাম হোসাইনের খেলা দাস হাদী ভুলিওনা।