খেলবি যদি প্রেমের খেলা

খেলবি যদি প্রেমের খেলা আয়রে আয় ।অন্য খেলায় কি ফল আছে প্রেম খেলাতে প্রাণ জুড়ায়।। প্রেমের খেলা খেলতে খেলতে দেখবি খেলার গুণ,হবে অশান্তি নাশ শান্তির উদয় নিবে পাপাগুণ,প্রেম খেলাতে হলে নিপুণ খোদার রসুল পাওয়া যায়।। তাস খেলে নাশ হতে গেলি খেলা হাতে লই,ইস্তক বিস্তি হাতে ছিল কাবার দিলি কই,শেষে ছক্কা পাঞ্জা বোম তলক হই করতে […]

খেলবি যদি প্রেমের খেলা আয়রে আয় ।
অন্য খেলায় কি ফল আছে প্রেম খেলাতে প্রাণ জুড়ায়।।

প্রেমের খেলা খেলতে খেলতে দেখবি খেলার গুণ,
হবে অশান্তি নাশ শান্তির উদয় নিবে পাপাগুণ,
প্রেম খেলাতে হলে নিপুণ খোদার রসুল পাওয়া যায়।।

তাস খেলে নাশ হতে গেলি খেলা হাতে লই,
ইস্তক বিস্তি হাতে ছিল কাবার দিলি কই,
শেষে ছক্কা পাঞ্জা বোম তলক হই করতে লাগবি হায়রে হায়।।

দাবা খেলে বোবা হবি পাশায় দশা হয়,
দশ পঁচিশ আছে শেলে লাউক্ষার সুমের ভয়,
ভেবে চিনতে রমেশ কয়, রস আছে ভাই প্রেম খেলায়।।

লেখকঃ কবিয়াল রমেশ শীল

খেলবি যদি প্রেমের খেলা