কি প্রেম আনিলারে উদাসী করিলারে
কুলের বাহির হল মরে রূপের নেশা খাইয়া,
না দেখে ছিলা ভালা দেখে দারুণ জ্বালা।
পরাণে বধিলা বন্ধু পাইয়া অবলারে।।
দারুণ রূপের নেশা যার লেগেছে নয়নে।
চায়না ফিরি নারী বাড়ি চন্দ্র বদন বিনে রে।।
মনছুরের লাগিল নেশা শুলিতে নাই দুঃখ।
জোলেখার চোখ অন্ধ হল দেখে ইউসুপ মুখ রে।।
খলিলের লাগিল নেশা পুত্র জবাই দিল।
সমশের তবরেজ চামড়া দিতে দুঃখ না ভাবিল।।
গাজা ভাং মদের নেশা ক্ষণেক পরে ছুটে।
রমেশ কয় প্রেমের নেশা জান গেলেও না টুটে রে।।