কলমা লা ইলাহা ইল্লাল্লাহু জপ চিরকাল।
মুহাম্মদ রসূলাল্লা এই কলেমা আউয়াল।
জ্ঞানের তলোয়ার দিয়ে কাট মায়াজাল।
তৎক্ষণাৎ ঘুচিবে মন তোর দুনিয়ার জঞ্জাল।
ভজন বাদী ছয় জন বসে কাটাইয়ে দিল কাল।
তালা খুইলে দেখলিনা তোর সিন্দুক ভরা মাল।
রমেশ বলে প্রেম শরাবে হলেম না মাতাল।
অসাধনে জন্ম গেল আমার কি কপাল।