এসেছি শ্রীচরণ তলে, মোর প্রাণ জ্বলে!
এসেছি শ্রীচরণতলে।
শুন মোর মাওলাধন শ্রীপদে নিবেদন;
আর কারে বলি ভূমণ্ডলে!
আরতো সহেনা প্রাণ, ঘুরেছি স্থানে স্থান,
ভেসেছি দু’নয়ন জলে।
ভুবন বনে এলেম, ফল না ফুল পেলেম,
দুর্ভাগ্য বলি লোকে বলে।
সকলে ফুল নিল, অদৃষ্ট মন্দ ছিল,
যেতেছি আমি শূন্যাচলে।
সংসারে বন্দি করি, সংসারটু নিলা হরি,
তোমার পুরাণ চক্র ছলে।
র’লনা শান্তি সুখ, দেখ মোর মলিন মুখ,
কঠিন হৃদয়নি তোমার গলে।
চরণের দোহাই দিয়ে, করিমে নিবেদিয়ে,
তোমারি রাঙ্গা চরণতলে!
যা তুমি ভালবাস, করিতে শীঘ্র এস,
নইলে দাও তীক্ষ্ম ছুরি গলে।