এতে আমার কাজ কি বল, এতে আমার কাজ কি বল।
জীবন মরণ শয়ন ভোজন সব তো মারি হাতের কল।
শূন্যে পাখি, বনে জন্তু, জলে জলচর কিন্তু।
সকলের রক্ষা কর দান করিয়ে অন্ন জল।
ধন জন এ সংসার, দিলে তুমি দিতে পার।
না দিলে বা তায় ক্ষতি কি যেতে যখন ছেড়তে হল।
ধন জন নারী বেটা ছাড়ায়ে দাও এসব লেঠা।