একবার এসে কর আসন

একবার এসে কর আসন ওহে প্রাণধন। তব জন্য সাজাইছি হৃদ সিংহাসন।। তুমি আমি ছিলেম এক, না আছিলেম পৃথেক। না আছিল দুই এর নোক্তা না ছিল ভুবন।। আচম্বিতে রূপসাগরে, প্রেমের তরঙ্গ পৈড়ে। নানা রঙ্গে প্রেম খেলি করিলা বিমন।। পর্বত কানন নদী, আকাশ পাতাল আদি। শক্তিহীন হৈলেম এখন করি অন্বেষণ।। দুই এর বসন পরাই, কত দেশে মোরে […]

একবার এসে কর আসন ওহে প্রাণধন।
তব জন্য সাজাইছি হৃদ সিংহাসন।।

তুমি আমি ছিলেম এক, না আছিলেম পৃথেক।
না আছিল দুই এর নোক্তা না ছিল ভুবন।।

আচম্বিতে রূপসাগরে, প্রেমের তরঙ্গ পৈড়ে।
নানা রঙ্গে প্রেম খেলি করিলা বিমন।।

পর্বত কানন নদী, আকাশ পাতাল আদি।
শক্তিহীন হৈলেম এখন করি অন্বেষণ।।

দুই এর বসন পরাই, কত দেশে মোরে ফিরাই।
কতেক যাতনা দিবা অহে প্রিয়ে ধন।।

আদ্য প্রীতির সাগরে, ডুবাইয়ে মকবুলেরে।
হৃদ সিংহাসনে মাওলা করহ আসন।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

একবার এসে কর আসন