আর কি কুল মান ঐ শুনা যায় শ্যামের বাঁশীর গান।
বাঁশীর স্বরে প্রাণ হরে যমুনা বহে উজান।
হৃদয় কদম্ব মূলে বাঁজায়ে মোহন বাঁশী,
প্রাণ বঁধুয়ার বাঁশীর স্বরে মন করিল উদাসী ॥
শ্যামের বাঁশী লাগল ফাঁসি, হরিয়ে নিল পাঁচ পরাণ,
হৃদয় কদম্ব মূলে যখন বাঁশী দিল টান ॥
মুনীগণের মন হরে কুলবতীর কূল মজান,
সপ্ত দ্বীপ পৃথিবী কাঁপে চন্দ্র সূর্য কম্পমান ॥
দীনহীন রমেশ বলে শুন যত বন্ধু ভাই,
দিবা রাত্রি বাজে বাঁশী এক মিনিটও বিরাম নাই,
তার মর্ম বুঝ ভাণ্ডারে যাই, জুড়াইয়ে যাক তাপিত প্রাণ ॥