আরে উজান গাঙ্গের নাইয়া, বাতাস বুঝি ছাড় নৌকা আগার দিকে চাইয়া।
(মাঝি ভাই) পুরাণ মাঝি করে রাজি খারি লও চিনিয়া।
মায়া চরে ঠেকলে নৌকা কুল পাবিনা বাইয়া।।
(মাঝি ভাই) মায়া জল আসক্তির নঙ্গর দিয়েছ ডুবাইয়া।
জন্মাবধি বাইলি নৌকা নঙ্গর না উঠাইয়া।।
(মাঝি ভাই) ছুটল তুফান ইমান ছুফান জোরে ধর চাপিয়া।
ছিরা বাদাম ভাঙ্গা মস্তর নৌকার নাই তোর ছইয়া।।
(মাঝি ভাই) রমেশ কয় মন ভয় কি কারণ মাওলার আশেক হইয়া।
এক পলকে পার হই যাবি ভাণ্ডারীর নাম লইয়া।।