আমি যদি ফকির হইতাম
না থাকিত ঘরবাড়ি
রাস্তায় রাস্তায় ঘুরিতাম
গাউছুল আজম নাম ধরি ॥
হাতে তসবি গলায় মালা
সঙ্গে কম্বল বাটি থালা
রইত না রে বিষয় জ্বালা
মিছে মায়ার সংসারী ॥
পিন্দনে গেরুয়া বসন
প্রেমময় বিশ্বভুবন
খুলে যাইত অন্ধনয়ন
দেখিতাম সোনারপুরী ॥
জন্ম জন্মের অপরাধ
মিটিল না মনের সাধ
গফুর হালীর এই জনম বাদ
গেল রে ঘুরিফিরি ॥