আমি মাওলার আশায় দিন কাটাই

আমি মাওলার আশায় দিন কাটাইমাওলা বিনে আমার উপায় নাই।।মাওলা আমার মাতা পিতা মাওলা আমার বন্ধু ভাই । মাওলা খাবাইলে খাই, দরকার মতে রহমতে মাওলা দিলে পাই,মাওলা বিশ্ব পালক সবার চালক সে চালালে আমি যাই ।। মাওলা রহিম রহমান, পলকে এক করতে পারে জমিন আর আসমান,পাহাড়কে দরিয়া করে দিতে পারে দেশ ডুবাই ।। মাওলা রয়েছে কাছে, […]

আমি মাওলার আশায় দিন কাটাই
মাওলা বিনে আমার উপায় নাই।।
মাওলা আমার মাতা পিতা মাওলা আমার বন্ধু ভাই ।

মাওলা খাবাইলে খাই, দরকার মতে রহমতে মাওলা দিলে পাই,
মাওলা বিশ্ব পালক সবার চালক সে চালালে আমি যাই ।।

মাওলা রহিম রহমান, পলকে এক করতে পারে জমিন আর আসমান,
পাহাড়কে দরিয়া করে দিতে পারে দেশ ডুবাই ।।

মাওলা রয়েছে কাছে, দিলের মালিক দিবা নিশী দিলেতে আছে,
আমার বাহির ঘুরে দিন যেতেছে দিলের ভিতর দৃষ্টি নাই।।

আমার কি পোড়া কপাল, তোয়াক্কাল কমজুরি হয়ে গেল চিরকাল।
দুনিয়ার বেড়া মায়াজাল রমেশের হবে কি উপায় ।।

রচয়িতা: কবিয়াল রমেশ শীল

আমি মাওলার আশায় দিন কাটাই