আমি তোমার করব সেবা

আমি তোমার করব সেবা, আমার ঘরে আসিলে,বড় লজ্জা পাব রে মুর্শিদ, তুমি না আসিলে।। আমার মন মজেছে তোমার চরণে,আমি তোমায় ভালোবাসি — জগতে জানে।আমার ফুলের মালা সার্থক হইত, তোমার গলায় পড়াইলে।। জীবন-যৌবন তোমায় করলাম দান,তুমি আমার চোখের মণি, পরাণের পরাণ।কেন দূরে থেকে উঁকি দিয়ে মনপ্রাণ কাড়িলে।। আমায় যদি ভাসো তুমি ভিন,তুমি না থাকিলে পাশে ঘটিবে […]

আমি তোমার করব সেবা, আমার ঘরে আসিলে,
বড় লজ্জা পাব রে মুর্শিদ, তুমি না আসিলে।।

আমার মন মজেছে তোমার চরণে,
আমি তোমায় ভালোবাসি — জগতে জানে।
আমার ফুলের মালা সার্থক হইত, তোমার গলায় পড়াইলে।।

জীবন-যৌবন তোমায় করলাম দান,
তুমি আমার চোখের মণি, পরাণের পরাণ।
কেন দূরে থেকে উঁকি দিয়ে মনপ্রাণ কাড়িলে।।

আমায় যদি ভাসো তুমি ভিন,
তুমি না থাকিলে পাশে ঘটিবে দূরদিন।
তখন লোকে বলবে — আমির উদ্দীন, এতদিন কার গান গাইলে।।

লেখক: আমির উদ্দীন

error:

আমি তোমার করব সেবা