আমার মন চোরা যায় গো মন নিয়ে যায় ।
এমন নিঠুর কালা ফিরিয়া না চায় ।।

ছল করে ভোলা মন হরিয়ে নব যৌবন,
বিজলী লহরে যেন গগনে পলায় ।।

হৃদ কমল মধু ভরা, লুটিয়ে যৌবন চোরা,
প্রেম সাগরে আঁখির নীরে হাদীরে ভাসায়।

রচয়িতাঃ আবদুল হাদী কাঞ্ছনপুরী

আমার মন চোরা যায় গো