আমার বন্ধুরে কইও কি দোষ

আমার বন্ধুরে কইও কি দোষ করেছি অভাগিনী। তার গুণে গুণি আমি তার মানে মানী। সে চলালে চলি আমি সে জানালে জানি।। সে বসালে বসি আমি সে খাওয়ালে খাই। সে আনালে আসি আমি সে পাঠালে যাই। তার যোগে যোগী আমি তার ধ্যানে ধ্যানি। তার সুখে সুখী আমি তার ধনে ধনী। তার পরাণে বাঁচি আমি তার মরণে […]

আমার বন্ধুরে কইও কি দোষ করেছি অভাগিনী।

তার গুণে গুণি আমি তার মানে মানী।
সে চলালে চলি আমি সে জানালে জানি।।

সে বসালে বসি আমি সে খাওয়ালে খাই।
সে আনালে আসি আমি সে পাঠালে যাই।

তার যোগে যোগী আমি তার ধ্যানে ধ্যানি।
তার সুখে সুখী আমি তার ধনে ধনী।

তার পরাণে বাঁচি আমি তার মরণে মরি।
তার বেগারে বেগার থাকি সে করালে করি।।

সে নাচালে নাচি আমি সে থামালে থামি।
রমেশ বলে জিজ্ঞাসিও দোষী কেমনে আমি।।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

আমার বন্ধুরে কইও কি দোষ