আজি কি হইল কি দশা ঘটিল

আজি কি হইল, কি দশা ঘটিল পরাণ ফাটিয়া যায় রে। চৌদিকে বিষাদ কি দুঃখ সংবাদ জগতে রটিল হায় রে। অস্তমিত আজি ভবের ভাগ্যরবি চৌদিগেতে শুধু বিষাদের ছবি, দিবসে সংসার ঘোর অন্ধকার তমসী রজনী প্রায় রে। মানবী দানবী হুর পরী যত, জীব জন্তু কিবা সমগ্র জগত, বিষণ্ণ বদনে শোকাকুল প্রাণে বিলাপ রাগিণী গায় রে। রাজ্যপাট ছেড়ে […]

আজি কি হইল, কি দশা ঘটিল পরাণ ফাটিয়া যায় রে।
চৌদিকে বিষাদ কি দুঃখ সংবাদ জগতে রটিল হায় রে।

অস্তমিত আজি ভবের ভাগ্যরবি
চৌদিগেতে শুধু বিষাদের ছবি,
দিবসে সংসার ঘোর অন্ধকার তমসী রজনী প্রায় রে।

মানবী দানবী হুর পরী যত,
জীব জন্তু কিবা সমগ্র জগত,
বিষণ্ণ বদনে শোকাকুল প্রাণে বিলাপ রাগিণী গায় রে।

রাজ্যপাট ছেড়ে রাজা গেল চলি,
স্বর্ণ সিংহাসন রয়েছে খালি,
সোনার সংসার হল ছারখার কেবা কার পানে চায় রে।

আর কিরে মালী গাঁথিবেরে মালা,
রসরাজ নাই দিবে কার গলা,
আর কিরে প্রাণ মাতিয়া উঠিবে কোকিলের পঞ্চমায় রে।

আপদে বিপদে কার কাছে যাব,
কার নূরী পদ দেখে শান্তি পাব,
বাবাধন বলে আর কারে বলব বেদনা সহেনা হায় রে।

সন্তপ্ত পরাণে করিমে গাহিল,
পশু পাখির চোখে অশ্রু নিম্বরিল,
সাধ না মিটিতে বিষাদ ঘটিল জীবন বিফল প্রায় রে।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

error:

আজি কি হইল কি দশা ঘটিল