সুন্দর ঈমান ধন অমূল্য রতন

সুন্দর ঈমান ধন অমূল্য রতন। সাবধানে সবে তারে করিও যতন।। দেখরে অবোধ মন, ভবেরি শয়তানি ফন। রিয়াকারী চর্চাকারী পুস্তক বচন।। এলম আমল ভাই, তার প্রতি কিছু নাই। গীবত আসদ্দুজেনা শুনেবা কখন।। কেতাবি দলিল আর, সওয়াল না জানে তার। পাগলা কুকুর যেমন, বকবক করণ।। শরিয়ত ত্বরিকত দুই রাহা শুদ্ধ পথ। নবীজ্বী হইতে জারী, পেল জনে জন।। […]

সুন্দর ঈমান ধন অমূল্য রতন।
সাবধানে সবে তারে করিও যতন।।

দেখরে অবোধ মন, ভবেরি শয়তানি ফন।
রিয়াকারী চর্চাকারী পুস্তক বচন।।

এলম আমল ভাই, তার প্রতি কিছু নাই।
গীবত আসদ্দুজেনা শুনেবা কখন।।

কেতাবি দলিল আর, সওয়াল না জানে তার।
পাগলা কুকুর যেমন, বকবক করণ।।

শরিয়ত ত্বরিকত দুই রাহা শুদ্ধ পথ।
নবীজ্বী হইতে জারী, পেল জনে জন।।

নবীর ফরমান শোন, শরিয়ত সবে মান।
অবহেলে ত্বরীকত, দিয়াছ ছাড়ন।।

শরিয়তের দাবি কর, ত্বরিকতে ঠাট্টা মার।
কাফেরী দজ্জালী এই, শয়তানের ফন।।

শুনরে আশেক ভাই, ইবলিশের ধোঁকা খাই।
না ছাড়িও মাইজভাণ্ডারীর যুগল চরণ।।

করিমের নিবেদন, শুনরে আশেকগণ।
তোহফাতুল আখইয়ার মাঝে, খুলিবা নয়ন।।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

error:

সুন্দর ঈমান ধন অমূল্য রতন