সকলি আরম্ভ করি লইয়ে তোমারি নাম,
তুমি মাওলা দয়াল দাতা পূর্ণ কর মনস্কাম।।
তুমি মাওলা জগজ্জামী,
আর কিছু জানি না আমি।
তোমারি হুকুমে চলে আরব আজম রোম শাম।।
আর কেন মক্কাতে যাব,
জমজমেরি জল খাব!
তোমার হাতে দেখছি যখন শরাব তহুরের জাম।।
বাবা তোমায় বেসে ভাল,
বেড়েছে কতো জঞ্জাল,
না বুঝে বেবোঝাগণে করেছে কত বদনাম।।
সংসারে পড়েছে শোর,
ফিরেছে দোহায় তোর,
মৃত্যুশয্যা হতে রোগী তোমার নামে হয় আরাম।।
তুমি হে জগতময়,
করি না বিপদের ভয়।
নাম ধরিয়া পড়ে রবো ধাইলে কি হবে কাম।।
তোমার কৃপার আশে,
আসিয়াছি পরবাসে,
দয়া করি দয়াল মাওলা করিও সফলকাম।।
সদা তোমার নাম স্মরি,
তোমার পায়ে ছজিদা করি।
করিমের কেবলা কাবা বটে মাইজভাণ্ডার ধাম।।