মোর্শেদো মাওলায়ে জঁমাতু মেরে মেহেরবান হায়,
মালেকো মোখতারে জাঁহা তুহি তো ওয়ালা সান হায়।
সাহে সাহানে মোহতরম ছাহেবে জুদ ওয়াল করম,
মাইহোঁ গরিবে বেনওয়া ছায়েলে বা ফগান হায়।
ছারা জমিনো আছমাঁ, হুরো মলায়েক ইনছোজাঁ,
ওয়াহসো তইয়ুর হারজমা ছব তেরে মদহ খান হায়।
মুফতীয়ে বে খবর কো কেয়া ছিররে ছজদ ছে খবর,
কেবলায়ে দো জাঁহা তুয়ী কাবায়ে ইনছো জান হায়।
জায়েজো লা এজ্জকী গোপ্তগু কুচ এঁহা নেহি,
সামোছহর গরম যাহা মাহফেলে আসেকান হায়।
দপ্তরে সরয়েমে আগর নজমে ছলাতো ছওম হায়,
তছফীয়ায়ে কলবো হুজুর কো এঁহা বয়ান হায়।
হিজরো বেছাল কা যাঁহা ফয়ছালা জেবে গাওর হোঁ,
হোর্মতো হিম্মৎ কা ওঁহা তজকরা বে মকান হায়।
হজরতে সাহে এস্ক যব জলওয়া নমা হুয়া কঁহি,
এলম কি গোপ্তগু আবছ আকল ভি বে জবান হায়।
জাহেদে পাকদামনা আসেকে জার ন’ছির,
তেগে ফেরাকছে উয় দর হালতে নজয়ে জান হায়।
মমলকতে এস্ককা সাহেনসাহে পোর জালালো সান,
মাওলা মাইজভাণ্ডার সাহে ছাহেবে ইঁ করান হায়।
বারগাহে অকদছে ছোলতানে ছলাতিঁ মে করিম,
আস্ক ফেসাঁ আর্জ্জ কুনাঁ দরদে দেলে তপান হায়।