মাটির মুর্তির পূজা ছেড়ে

মাটির মুর্তির পূজা ছেড়ে মানুষ পূজা কর। সপ্তদ্বিপ আঠার আলম মানুষের ভিতর। স্বার্থ লোভে রয়েছে ভুলি, সাধু ফকির দারিদ্রেরে খেতে কৈ দিলি। যে খায় তারে না দিলি, যে না খায় তার আড়ম্বর। ছাড় অভিজাত্য খেদ, মানুষে মানুষে নাই জাতের ভেদাভেদ। ঘুচিলে মানুষের প্রভেদ দেখবি গুরু তোর ভিতর। মানুষের ভিতর নিরঞ্জন, মানুষ বিনে পশু পাখীর ঘটেনা […]

মাটির মুর্তির পূজা ছেড়ে মানুষ পূজা কর।
সপ্তদ্বিপ আঠার আলম মানুষের ভিতর।

স্বার্থ লোভে রয়েছে ভুলি, সাধু ফকির দারিদ্রেরে খেতে কৈ দিলি।
যে খায় তারে না দিলি, যে না খায় তার আড়ম্বর।

ছাড় অভিজাত্য খেদ, মানুষে মানুষে নাই জাতের ভেদাভেদ।
ঘুচিলে মানুষের প্রভেদ দেখবি গুরু তোর ভিতর।

মানুষের ভিতর নিরঞ্জন, মানুষ বিনে পশু পাখীর ঘটেনা সাধন।
যাবে ভ্রান্তি পাবি শান্তি চেতন মানুষ সঙ্গ ধর।

ভেবে রমেশ বলে, চেতন মানুষ কোটির মধ্যে দুই একজন মিলে।
সেই মানুষের সঙ্গ পেলে জন্ম মরণ কিসের ডর।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

মাটির মুর্তির পূজা ছেড়ে