মাওলার কারবার এই কি বিচক্ষণ

মাওলার কারবার এই কি বিচক্ষণ, মাওলার কারবার এই কি বিচক্ষণ। কেমনে বুঝিব ভবে, দেখ মানবগণ। হাইওয়ানেতে কি বুঝিব, না বুঝিব ফেরেস্তাগণ।। না বুঝে আসমান জমিনে, না বুঝে সাগর আদি পর্বত বনে। যদি বা বুঝিত তুর জ্বলি না হইত অঞ্জন।। বুঝিতে পারিত ফেরেস্তারা, মাঁয়য়ুফসিদু বৈলে কেন প্রভুর সনে জেরা। ধরণী গগনে বুইজে না লয় কেন কোরান […]

মাওলার কারবার এই কি বিচক্ষণ, মাওলার কারবার এই কি বিচক্ষণ।
কেমনে বুঝিব ভবে, দেখ মানবগণ।
হাইওয়ানেতে কি বুঝিব, না বুঝিব ফেরেস্তাগণ।।

না বুঝে আসমান জমিনে, না বুঝে সাগর আদি পর্বত বনে।
যদি বা বুঝিত তুর জ্বলি না হইত অঞ্জন।।

বুঝিতে পারিত ফেরেস্তারা, মাঁয়য়ুফসিদু বৈলে কেন প্রভুর সনে জেরা।
ধরণী গগনে বুইজে না লয় কেন কোরান ধন।।

মুনিবে বুঝয়ে যেইমত অন্য জাতি নারাজ হয়।
সেরূপ থাকত যালূমানজাহূলা বলিয়ে তেইসে ফরমাইল নিরাঞ্জন।।

ছালাম নরাধম বুঝিতে পারি না মাওলার কারবার।
এখন তে কারণে ভজিতেছি ভাণ্ডারীর শ্রীচরণ।।

লেখক: আবদুস সালাম ভূজপুরী

error:

মাওলার কারবার এই কি বিচক্ষণ