মাওলা তুমি কোথা গেলে

মাওলা তুমি কোথা গেলে, মাওলা তুমি কোথা গেলে। অবোধ ছেলে একা প্রাণে এ ভব শ্মশানে ফেলে। অঘোর অরণ্য ধরা, তাতে হিংস্র জন্তু ভরা, ত্রাসে বিকম্পিত প্রাণ ডাকিতেছি বাবা বলে। সংসার আশ্চর্য দেশ, দয়া মায়ার নাইকো লেশ, যারে প্রাণে ভালবাসি সে আমাকে পায়ে ঠেলে। এ মরু প্রান্তরের মাঝে, ভয়ঙ্করী শব্দ বাজে, তাতে আমার একা প্রাণে কোন […]

মাওলা তুমি কোথা গেলে, মাওলা তুমি কোথা গেলে।
অবোধ ছেলে একা প্রাণে এ ভব শ্মশানে ফেলে।

অঘোর অরণ্য ধরা, তাতে হিংস্র জন্তু ভরা,
ত্রাসে বিকম্পিত প্রাণ ডাকিতেছি বাবা বলে।

সংসার আশ্চর্য দেশ, দয়া মায়ার নাইকো লেশ,
যারে প্রাণে ভালবাসি সে আমাকে পায়ে ঠেলে।

এ মরু প্রান্তরের মাঝে, ভয়ঙ্করী শব্দ বাজে,
তাতে আমার একা প্রাণে কোন সাহসে রেখে গেলে।

কেহ বলে মরে গেছে, সমাহিত মাটির নিচে,
আর্শ নশিঁ মাটির তলে বিশ্বাস করে কোন পাগলে।

শ্রীচরণে এই মিনতি, বাবা তোমার নাই গো ক্ষতি,
একটু আসি করিমকে স্বপ্নযোগে দেখা দিলে।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

error:

মাওলা তুমি কোথা গেলে