ভুইলনা ভুইলনা কভু মুর্শিদ যে প্রাণ প্রিয়া।
জান প্রাণ তাঁর পদে রাখিও সদা বাঁন্ধিয়া।।
মুর্শিদ সোলতানে জাহাঁ, ভবে নিরাঞ্জন ছায়া।
কায়ফা মদ্দজিল্লা কোরানে বলে নক্সে আউলিয়া।।
কাহার উপায় নেহিঁ, নিরাঞ্জন ছায়া ছেওয়া।
প্রাণ ধন গেলে কভু দিওনা তাঁরে ছাড়িয়া।।
মোহন মুরতী তাঁর রাখে যে হৃদে লিখিয়া।
রবেনা সঙ্কট স্থানে, সে জন কভু ঠেকিয়া।।
মুর্শিদ নয়ন তারা, মুর্শিদ পরাণ সারা।
কবর হাসর মাঝে, মুর্শিদ তোমার দিয়া।।
অধীন মকবুল বলে, মুর্শিদ মূল দুই কূলে।
কূল না পাবে তায় ভুলিলে শয়তানে নিবে ভুলাইয়া।।