ভবে আপন কেহ নাই

ভবে আপন কেহ নাই সকলে ভাবে ভিন, আপন আপন গর্ব করে কেন কাট দিন। চক্ষু কর্ণ হস্ত খানা, সোনার তনু নহে আপনা, প্রভুর স্থানে সাক্ষী দিবে হাশরের দিন। আপন আপন কর মন চিননি আপন জন, আপকে মিশাই আপে আপন কর চিন। পাবে দাস হাদী হীন আপে প্রভু আপন চিন, গাউছ ধনের শ্রীচরণে মিশিবে যে দিন। […]

ভবে আপন কেহ নাই সকলে ভাবে ভিন,
আপন আপন গর্ব করে কেন কাট দিন।

চক্ষু কর্ণ হস্ত খানা, সোনার তনু নহে আপনা,
প্রভুর স্থানে সাক্ষী দিবে হাশরের দিন।

আপন আপন কর মন চিননি আপন জন,
আপকে মিশাই আপে আপন কর চিন।

পাবে দাস হাদী হীন আপে প্রভু আপন চিন,
গাউছ ধনের শ্রীচরণে মিশিবে যে দিন।

লেখক: আবদুল হাদী কাঞ্চনপুরী

error:

ভবে আপন কেহ নাই