বন্ধু দেখা দিয়ে মন নিয়ে

বন্ধু দেখা দিয়ে মন নিয়ে লুকালে কোথায়। তোমার অদর্শনে মন প্রাণ যায় যায়। বাজায়ে মোহন বাঁশী, আমারে করে উদাসি, আমার ঘরে বসে দিবা নিশি কেঁদে জনম যায়। ছিল কত ভালবাসা, দুই জনের এক ঘরে বাসা, কি দোষে এই দুঃখ দশা দিতেছে আমায়। দয়াল দাতা নাম ধর, এই বুঝি দয়া কর, আয়ু থাকতে প্রাণে মার আসে […]

বন্ধু দেখা দিয়ে মন নিয়ে লুকালে কোথায়।
তোমার অদর্শনে মন প্রাণ যায় যায়।

বাজায়ে মোহন বাঁশী, আমারে করে উদাসি,
আমার ঘরে বসে দিবা নিশি কেঁদে জনম যায়।

ছিল কত ভালবাসা, দুই জনের এক ঘরে বাসা,
কি দোষে এই দুঃখ দশা দিতেছে আমায়।

দয়াল দাতা নাম ধর, এই বুঝি দয়া কর,
আয়ু থাকতে প্রাণে মার আসে কি জনায়।

রমেশ তোমার আশা ধরি, জিন্দেগি গুজারণ করি,
এক নজর চাইলে ফিরি তোমার কি ফুরায়।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

বন্ধু দেখা দিয়ে মন নিয়ে