প্রিয়া বিনে করি কি উপায়

বলনা সখি প্রিয়া বিনে করি কি উপায়, তিলে না দেখিলে ছটফটে প্রাণ যায় রে। উদাস মনে হায় হায় করি বন বৃন্দাবন ঢুরি, কাঁদিতে কাঁদিতে নয়ন যায় রে। গাউছ ধনের প্রেমানলে, হাদীর সর্ব্ব অঙ্গ জ্বলে, জ্বলিতে জ্বলিতে জীবন যায় রে। লেখক: আবদুল হাদী কাঞ্চনপুরী

বলনা সখি প্রিয়া বিনে করি কি উপায়,
তিলে না দেখিলে ছটফটে প্রাণ যায় রে।

উদাস মনে হায় হায় করি বন বৃন্দাবন ঢুরি,
কাঁদিতে কাঁদিতে নয়ন যায় রে।

গাউছ ধনের প্রেমানলে, হাদীর সর্ব্ব অঙ্গ জ্বলে,
জ্বলিতে জ্বলিতে জীবন যায় রে।

লেখক: আবদুল হাদী কাঞ্চনপুরী

error:

প্রিয়া বিনে করি কি উপায়