প্রাণের মাওলা ঘরে নাই কারে ডাকি বাবাধন।
কার নূরী পদ হেরি জুড়াব এই তাপি মন।
রাজ্য ছেড়ে রাজা গেল, জগত আন্ধার হল।
হায়রে মাওলা কোথা গেল শূন্য করি সিংহাসন।
কে হইবে কর্ণধার, কে নিবে জগতের ভার।
এই দুনিয়া পাবে কি আর হেন যোগ্য মহাজন।
আর কি উদিবে শশী, আর কি পোহাবে নিশি।
আর কি অমরাপুরে হবে প্রেম আলাপন।
না পুরাতে মনের আশা, না মিটিতে প্রেম পিপাসা।
মিলন যামিনী গত হল একি বিড়ম্বন।
হায়রে মাওলা কি করিলে, কি প্রমাদ ঘটাইলে।
কান্দিয়ে আকুল তোমার হতভাগ্য দাসগণ।
দুঃখে দৈন্যে অভিমানে, কাতর হইলে প্রাণে।
সুখ শান্তি পাবে তারা হেরে কার চন্দ্রানন।
করিমের প্রাণের সুরে, চন্দ্র তারা খসে পড়ে।
বল বাবা কোথা গেলে পাব তোমার দরশন।