নূরের শহর নূরের লহর, নূরে নূরে খেলা করে।
নূরের রোশন দেখবি যদি, আয় চলে আয় মাইজভাণ্ডারে।
চন্দ্র কিরণ জলে পরে
জল কম্পনে ঝলমল করে।
জাতি নূরে কলব নূরে মিলে বিজলি লহরে।।
আসমান জমিন আগুন বাতাস,
নূরেতে হয়েছে প্রকাশ,
পাহাড় জ্বলে সুরমা বিকাশ, নূর তজল্লায় কুহুতুরে।।
নূরে আলম মাইজভাণ্ডারী,
ঘাটে মোর এসেছে তরী।
রমেশেরে দয়া করি বাত্তি জ্বালাও আঁধার ঘরে।।