নিশি গমি গেল প্রিয়া প্রভাতে এলা

নিশি গমি গেল প্রিয়া প্রভাতে এলা। মন দুঃখ মনে রৈল সাধ না পুরিলা।। আছিল আশা মনে, তুমি আমি দুইজনে। নির্জনে বসিয়া খেলব প্রেমেরি খেলা।। পুস্পশয্যা বিছাই, পান দান সাজাই। পন্থ চেয়ে চেয়ে রৈলাম ধনি না এলা।। বুকে রাখি দুই পানি, পোহাইলাম যামিনী। প্রাণনাথ দিলা ফাঁকি পেয়ে সরলা।। মকবুল হীনে বলে, মাওলানা পদতলে। অকালে আসিয়া প্রাণে […]

নিশি গমি গেল প্রিয়া প্রভাতে এলা।
মন দুঃখ মনে রৈল সাধ না পুরিলা।।

আছিল আশা মনে, তুমি আমি দুইজনে।
নির্জনে বসিয়া খেলব প্রেমেরি খেলা।।

পুস্পশয্যা বিছাই, পান দান সাজাই।
পন্থ চেয়ে চেয়ে রৈলাম ধনি না এলা।।

বুকে রাখি দুই পানি, পোহাইলাম যামিনী।
প্রাণনাথ দিলা ফাঁকি পেয়ে সরলা।।

মকবুল হীনে বলে, মাওলানা পদতলে।
অকালে আসিয়া প্রাণে বাড়াইলা জ্বালা।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

নিশি গমি গেল প্রিয়া প্রভাতে এলা