নিজের খবরনি নিজে রাখ রে বন্ধুগণ,
নিজের খবর জানতে হলে তুমি কে এই বিচারে থাকরে।
চঁন্দ্র সূর্য গ্রহ তাঁরা, তোমার আজ্ঞাবহ তারা।
জ্ঞান রাস্তায় হয়ে খাড়া হুশ ফিরায়ে দেখ।
চক্ষে দিয়ে মায়া ঠুলি, নিজকে নিজে আছ ভুলি।
হাতে নি কল্পনা তুলি নানা চিত্র আঁক।
জীবও কম্বল ঢেকে, দোল খেতেছে দুঃখ সুখে।
তোমারে জগতে ডাকে তুমি কারে ডাক।
মান আরাফা রসূল বাণী, রমেশ বলে সত্য জানি।
নিজকে নিজে লও চিনি এই কথাটি রাখ।