দেখতে যারে আকুল হয়ে

দেখতে যারে আকুল হয়ে ঘুরে ফিরে দিন যেতেছে, জ্ঞানের আঁখি খুলে দেখ সে’ত তোমার কাছে আছে। নাভিতে কস্তুরি রাখি, সুগন্ধের তালাষে থাকি, মৃগ ঘুরে নানা মুখি, তোমার দশা তাই ঘটেছে। এই ধর্ম সেই ধর্ম বড়, বৃথা কেন দ্বন্ধ কর, সত্য বস্তুর সন্ধান ধর, সকল দ্বন্ধ যাবে ঘুচে। ঈশ্বর যদি হিন্দু হত, মুছলিম সৃষ্টি না করিত, […]

দেখতে যারে আকুল হয়ে ঘুরে ফিরে দিন যেতেছে,
জ্ঞানের আঁখি খুলে দেখ সে’ত তোমার কাছে আছে।

নাভিতে কস্তুরি রাখি, সুগন্ধের তালাষে থাকি,
মৃগ ঘুরে নানা মুখি, তোমার দশা তাই ঘটেছে।

এই ধর্ম সেই ধর্ম বড়, বৃথা কেন দ্বন্ধ কর,
সত্য বস্তুর সন্ধান ধর, সকল দ্বন্ধ যাবে ঘুচে।

ঈশ্বর যদি হিন্দু হত, মুছলিম সৃষ্টি না করিত,
আল্লাহ্ যদি মুছলিম হত, হিন্দু সৃষ্টি কে করেছে।

নাম রূপের অতীত যিনি সকল ধর্মের কর্তা তিনি,
তার ভাবেতে সঁপে প্রাণি রমেশ তাই নিশ্চিন্ত আছে।।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

দেখতে যারে আকুল হয়ে