দয়াল বাবা ভাণ্ডারী সাজাইয়ে তরী

দয়াল বাবা ভাণ্ডারী সাজাইয়ে তরী মাইজভাণ্ডারে এসেছে। পাপীর তাপীর কারণ, মানব দেহ ধারণ, ভবতারণ হয়েছে।। ভাবিয়ে এলাহি, অসংখ্য আরোহি, চরণ তরী আশ্রয় নিতেছে। তারা অনুরাগের বাতাস দিয়ে, এবাদতের পাল খটায়ে সুখের দেশে চলে যেতেছে।। আউয়াল তরঙ্গ তালে, তরীখানা হেলে দুলে, আখেরের কুলের দিগে ছুটেছে।। তারা ঐপারেরী সারা পেয়ে মাহানন্দে বুক ফুলিয়ে, জয় ভান্ডারী শারী গেয়ে […]

দয়াল বাবা ভাণ্ডারী সাজাইয়ে তরী মাইজভাণ্ডারে এসেছে।
পাপীর তাপীর কারণ, মানব দেহ ধারণ, ভবতারণ হয়েছে।।
ভাবিয়ে এলাহি, অসংখ্য আরোহি, চরণ তরী আশ্রয় নিতেছে।

তারা অনুরাগের বাতাস দিয়ে,
এবাদতের পাল খটায়ে
সুখের দেশে চলে যেতেছে।।

আউয়াল তরঙ্গ তালে,
তরীখানা হেলে দুলে,
আখেরের কুলের দিগে ছুটেছে।।

তারা ঐপারেরী সারা পেয়ে
মাহানন্দে বুক ফুলিয়ে,
জয় ভান্ডারী শারী গেয়ে নাচতেছে।।

রমেশ বলে ভাই
আরত সময় নাই
আয়ু রবি অস্ত যেতেছে।

খেয়া বন্ধ হলে ভাই,
পার হবার আর যোগার নাই।
বসে আর কি লাভ আছে।।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

দয়াল বাবা ভাণ্ডারী সাজাইয়ে তরী