দয়াল গুরুজি গো আর আমার

দয়াল গুরুজি গো আর আমার কোন লক্ষ্য নাই। (গুরুজি গো) মহাজনের ভার ভরা, ব্যাপারে এলেম ত্বরা, লাভে মূলে সকলি হারাই। পূর্ব বিত্ত যাহা ছিল, সকলি তস্করে নিল, পাপের ভরা বাঁকে বাঁকে বাই। (গুরুজি গো) ত্রিধারা ঘোল্লাতে পরি মধ্যধারায় নৌকা ছাড়ি, পৌছিলাম বিচিন্তা পুরে যাই। তথায় দিনের বেলায় চন্দ্র উঠে, রাত্রি যোগে পদ্ম ফুটে, দেশ মালিক […]

দয়াল গুরুজি গো আর আমার কোন লক্ষ্য নাই।

(গুরুজি গো) মহাজনের ভার ভরা, ব্যাপারে এলেম ত্বরা,
লাভে মূলে সকলি হারাই।
পূর্ব বিত্ত যাহা ছিল, সকলি তস্করে নিল,
পাপের ভরা বাঁকে বাঁকে বাই।

(গুরুজি গো) ত্রিধারা ঘোল্লাতে পরি মধ্যধারায় নৌকা ছাড়ি,
পৌছিলাম বিচিন্তা পুরে যাই।
তথায় দিনের বেলায় চন্দ্র উঠে, রাত্রি যোগে পদ্ম ফুটে,
দেশ মালিক নয়, সুখের সীমা নাই।

(গুরুজি গো) সে দেশেতে নৌকা গেল, বেচা কিনা বন্ধ হল,
কি দিয়ে আর মহাজন বুঝাই।
সেই দেশের বাসিন্দা যারা, জীবন্ত নাই সবই মরা,
রমেশ বলে আমিও সেই দেশ চাই।।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

দয়াল গুরুজি গো আর আমার