দয়ার অবতার করুণা আধার

দয়ার অবতার করুণা আধার এসেছ পাতকি ত্বরাতে। মহিমা মহান, হয়ে কৃপাবান সত্যের সন্ধান জানাতে।। হতাশা নিরাশা, পাতকি দলে, অবগাহি তব পূণ্য সলিলে, ধোয়ায়ে নিবে পাপ পঙ্কিলে তোমার করুণা ধারাতে। সাম্য মৈত্রী দয়া পেয়ে তব দান, ভুলোক পুলকে নাচে সবার প্রাণ। স্রষ্টা সৃজন বিধাতা বিধান, সকলি সম্ভব তোমাতে। প্রকটে আনিয়া পদ দুই খানি, পদস্পর্শে আজ পবিত্রা […]

দয়ার অবতার করুণা আধার এসেছ পাতকি ত্বরাতে।
মহিমা মহান, হয়ে কৃপাবান সত্যের সন্ধান জানাতে।।

হতাশা নিরাশা, পাতকি দলে,
অবগাহি তব পূণ্য সলিলে,
ধোয়ায়ে নিবে পাপ পঙ্কিলে তোমার করুণা ধারাতে।

সাম্য মৈত্রী দয়া পেয়ে তব দান,
ভুলোক পুলকে নাচে সবার প্রাণ।
স্রষ্টা সৃজন বিধাতা বিধান, সকলি সম্ভব তোমাতে।

প্রকটে আনিয়া পদ দুই খানি,
পদস্পর্শে আজ পবিত্রা ধরণী,
আকাশে বাতাসে তোমার জয়ধ্বনি গাইছে বিশ্ব জগতে।

ভাঙ্গা টুটা দেল সল্পায়ু মানবে,
তোমার অর্চনা কি দিয়ে সম্ভবে,
লও ভক্তি উপহার কিছু নাই আর ও রাঙ্গা চরণ পুজিতে।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

দয়ার অবতার করুণা আধার