ঢাকার বাঁকা রসিক বাঁকা

ঢাকার বাঁকা রসিক বাঁকা সে সকলের প্রাণ সখা। সর্বময় রূপ রেখা, ঝকে ঝকে ঝক ঝকা।। মুখে সদা রূপাঞ্চল, রূপাঞ্চলে ঝলমল। আঙ্গুলে আঙ্গুটী ভাল, আঙ্গুটীয়ে তাঁর নামটি লেখা।। আঙ্গুটীর লেখা দেখি, জুড়ায়ে প্রেমিক আঁখি। দুই কূলে হয়ে সুখী, হেরিলে রসিক বাঁকা।। রূপ আঁড়ে থেকে ডাকা, দেখা দিয়ে না দেয় দেখা। প্রেমে করি সন টাকা, আপ্তমান বাড়ায় […]

ঢাকার বাঁকা রসিক বাঁকা সে সকলের প্রাণ সখা।
সর্বময় রূপ রেখা, ঝকে ঝকে ঝক ঝকা।।

মুখে সদা রূপাঞ্চল, রূপাঞ্চলে ঝলমল।
আঙ্গুলে আঙ্গুটী ভাল, আঙ্গুটীয়ে তাঁর নামটি লেখা।।

আঙ্গুটীর লেখা দেখি, জুড়ায়ে প্রেমিক আঁখি।
দুই কূলে হয়ে সুখী, হেরিলে রসিক বাঁকা।।

রূপ আঁড়ে থেকে ডাকা, দেখা দিয়ে না দেয় দেখা।
প্রেমে করি সন টাকা, আপ্তমান বাড়ায় সখা।।

মকবুল মাওলানা ধন, রূপে যেন আচ্ছাদন।
একের উচ্ছেদে হয়ে, দ্বিতীয়ের শুভ দেখা।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

ঢাকার বাঁকা রসিক বাঁকা