জগতে শান্তি সুখ নাই

জগতে শান্তি সুখ নাই, সারথি সই রে, জগতে শান্তি সুখ নাই। এই জগতে যেথা যাই-কোথা শান্তি-সুখ নাই, তাপী প্রাণ কি দিয়ে জুড়ায়।। …রে এসেছিলাম প্রেমোদ্যানে, সুখী হব আশা প্রাণে, হাতের মণি দিয়াছি হারাই।। …রে বাবা! আমায় কি করিলা, শোক সায়রে ভাসাইলা, কোথা নিলা বাবা আব্দুল হাই।। সে তোমার প্রেমের মরা, প্রেমেতে সর্বস্ব হারা, জীবন-যৌবন দিয়েছি […]

জগতে শান্তি সুখ নাই, সারথি সই রে,
জগতে শান্তি সুখ নাই।
এই জগতে যেথা যাই-কোথা শান্তি-সুখ নাই,
তাপী প্রাণ কি দিয়ে জুড়ায়।। …রে

এসেছিলাম প্রেমোদ্যানে,
সুখী হব আশা প্রাণে,
হাতের মণি দিয়াছি হারাই।। …রে

বাবা! আমায় কি করিলা,
শোক সায়রে ভাসাইলা,
কোথা নিলা বাবা আব্দুল হাই।।

সে তোমার প্রেমের মরা,
প্রেমেতে সর্বস্ব হারা,
জীবন-যৌবন দিয়েছি লুটাই।। …রে

(তোমার) রহমতের ছায়া তলে,
একটু তারে জাগা দিলে,
দাসগণে শোকরানা গাই।। …রে

(বাবা) এক ফুল নিয়েছ কেড়ে
বিনয় করি পায়ে পড়ে,
লক্ষ পুষ্প দিবারে ফুটাই।। … রে

এই মহা কোরবানি মোর
সাদরে কবুল কর,
দয়াল মাওলা করিমের গোঁসাই।।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

error:

জগতে শান্তি সুখ নাই